অরিত্রিক ভট্টাচার্য , কলকাতা : শহরজুড়ে প্রতিবাদের ঢেউ। প্রাক-দুর্গাপুজোর পরিবেশটা এবার অনেকটাই আলাদা। তেমনই যেন প্রকৃতির ক্যানভাস শরতে সেজেছে আলাদা রঙে। আকাশে দুর্যোগের ঘনঘটা। আবহাওয়া দফতরের আশঙ্কা, এ বৃষ্টি চলবে। আর প্রবল বৃষ্টির মধ্যেই আন্দোলনকারীদের নয়া স্লোগান, ‘বৃষ্টি যত বাড়বে, […]