কলকাতায় ফের অস্ত্র উদ্ধার। বৈঠকখানা বাজারের পর এবার এ জে সি বোস রোডের হোটেল
<p>ABP Ananda Live: খাস কলকাতায় ফের অস্ত্র উদ্ধার, গ্রেফতার ২। বৈঠকখানা বাজারের পর এবার এ জে সি বোস রোডের হোটেল। গোপন সূত্রে খবর পেয়ে হোটেলে হানা কলকাতা পুলিশের STF-এর। উদ্ধার ২টি 9mm পিস্তল ও ১৮ রাউন্ড কার্তুজ। ধৃত রাহিশ কুমার ও মিরাজ মালিক গয়ার বাসিন্দা। সঙ্গে ছিল আরও এক দুষ্কৃতী, তার খোঁজে কলকাতা পুলিশের STF।</p> […]