পরিচালক-টেকনিসিয়ান সংঘাতে টালিগঞ্জের স্টুডিওপাড়ায় অচলাবস্থা অব্যাহত, এরপরে কী পদক্ষেপ?
অতসী মুখোপাধ্যায়, কলকাতা : পরিচালক-টেকনিসিয়ান সংঘাতে টালিগঞ্জের স্টুডিওপাড়ায় অচলাবস্থা অব্যাহত। কাজে ফেরার আর্জি পরিচালকদের, এখনও সাড়া দিল না টেকনিসিয়ানরা। এরপরে কী পদক্ষেপ? তাই নিয়েই বৈঠক করছেন পরিচালকদের একাংশ। সেখানে হাজির হয়েছেন রাজ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায় এবং আরও অনেকেই। পরিচালক সৃজিত রায়ের সেটে এখনও কাজ বন্ধ। অসমাপ্ত অবস্থাতেই পড়ে রয়েছে সিরিয়ালের সেট। গতকাল বিরোধ সরিয়ে রেখে […]