দুষ্কৃতীর হাত থেকে যদি পালিয়ে যেতেন TMC নেতা দুলাল সরকার ? রেডি ছিল হাড় হিম করা ‘প্ল্যান B’ !
করুণাময় সিংহ,মালদা: তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনায় বিহার থেকে আরও এক শার্প শ্যুটারকে গ্রেফতার করল পুলিশ। গোয়েন্দা সূত্রে খবর, পূর্ণিয়ার বাসিন্দা মহম্মদ আসরারকে অপারেশনের প্ল্যান বি-তে রাখা হয়েছিল। হামলাকারীরা কোনও কারণে দুলাল সরকারকে খুনে ব্যর্থ হলে, আসরারের উপরেই দায়িত্ব ছিল তৃণমূল নেতার মৃত্যু নিশ্চিত করার। মালদায় তৃণমূলের দাপুটে নেতা ও জেলা সহ সভাপতি […]