প্রতিদিনই অবস্থান বদলাচ্ছে বাঘিনী যমুনা।ঘাটশিলার দিকে অগ্রসর হয়েও একই এলাকায় ফিরে এসেছে
<p>ABP Ananda Live: প্রতিদিনই অবস্থান বদলাচ্ছে বাঘিনী যমুনা। গতকাল ঘাটশিলার দিকে অগ্রসর হয়েও আবার একই এলাকায় ফিরে এসেছে সে। এই মূহুর্তে বাঘিনীটি রয়েছে বান্দোয়ানের চিরুডি এলাকায়। সেতু পেরিয়ে বাঘিনী ডানদিকে হাঁটতে শুরু করলে বাঁকুড়়ার দিয়ে যাওয়ার সম্ভাবনা। বাঘিনী যদি সোজা সামনের গিকে হাঁটে তাহলে পুরুলিয়ার দিকে যাওয়ার সম্ভাবনা। বাঘিনীকে খুঁজতে হিমশিম খাচ্ছেন বন দফতরের কর্মীরা। […]