মাদলের আওয়াজে মাতল পাহাড়, শিলিগুড়িতে এই প্রথম তেরাই হিমালয়ান ফেস্টিভ্যাল উদযাপন !
বাচ্চু দাস, দার্জিলিং: শিলিগুড়িতে অনুষ্ঠিত হল “তেরাই হিমালয়ান ফেস্টিভ্যাল”। এই প্রথম শহর শিলিগুড়িতে অনুষ্ঠিত হল তেরাই হিমালয়ান ফেস্টিভ্যাল। মূলত দশ ঘন্টা ব্যাপী এই ফেস্টিভ্যালে উপচে পড়ল ভিড়। জানা গিয়েছে, দার্জিলিং জেলা প্রশাসন, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ ও শিলিগুড়ি পৌর নিগমের যৌথ উদ্যোগে এই প্রথম শহর শিলিগুড়ির সেবক মোড় থেকে এয়ার ভিউ মোড় পর্যন্ত রবিবার আয়োজিত হল […]