ক্লাবের দাদাগিরিতে শাটার ‘ভাইরাল চা-ওয়ালি’র দোকানে, এভাবেই স্বপ্ন ভাঙবে উচ্চাকাঙ্ক্ষী পাপিয়ার?
<p><strong>সুনীত হালদার, হাওড়া:</strong> স্বপ্ন ছিল ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াবেন। তাই চাকরি ছেড়ে জাতীয় সড়কের ধারে এক যুবতী তৈরি করেছিলেন ছোট্ট চায়ের দোকান। কিন্তু স্থানীয় ক্লাবের দাদাগিরিতে বন্ধ হয়ে গেল সেই দোকানটি। দোকান খুলতে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি । </p> <p><strong>ইংরেজিতে অনার্স,কাতার এয়ারওয়েজে পরীক্ষা দিয়ে পাস</strong></p> <p>মাস চারেক আগে ডোমজুড়ের অঙ্কুরহাটিতে ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে […]