ব্যবধান কমছে দুই বহুতলের, ট্যাংরায় হেলে পড়া বিল্ডিং খালি করার নির্দেশ
<p><strong>সুকান্ত মুখোপাধ্য়ায়, কলকাতা: </strong>ট্যাংরায় দুটি বহুতলের মধ্যে ব্যবধান বিপজ্জনকভাবে কমছে। আর এবার বিপজ্জনক ওই বহুতল খালি করতে বলা হয়েছে বাসিন্দাদের। নোটিস দিয়ে ৩ দিন সময় দেওয়া হয়েছে তাঁদের। আর তাতেই ক্ষুব্ধ বাসিন্দারা। </p> <p>কলকাতা পুরসভার ৫৮ নম্বর ওয়ার্ডে ১১/২, ক্রিস্টোফার রোডের পাঁচতলা বহুতল ও পাশের ৬ তলা নির্মীয়মাণ বহুতলের মধ্যে কোথাও মাত্র সাড়ে ৭, কোথাও আবার […]