DY Chandrachud: ‘আমায় ক্ষমা করে দেবেন…’, কেন এমন বললেন বিদায়ী প্রধান বিচারপতি?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: খাতায়কলমে অবশ্য তাঁর অবসরের দিন আগামী রবিবার, ১০ই নভেম্বর। কিন্তু তার আগেই শুক্রবার শীর্ষ আদালতে ছিল চন্দ্রচূড়ের কর্মজীবনের শেষ দিন। এবং সেই শেষ দিন তিনি বললেন, “আমায় ক্ষমা করে দিয়েন, যদি আমি কাউকে কষ্ট দিয়ে থাকি।” তারই সঙ্গে তিনি আরও বলেন, “আমার জীবনের পথ চলতে এই কোর্ট খুব সাহায্য করেছে। আমাদের […]