দেওয়ালে মমতার সহাস্য ছবি, সামনের চেয়ার থেকে নির্দেশ দিতেন এতদিন, ঘরে ফিরে কেঁদে ফেললেন অনুব্রত
বোলপুর: একটানা বন্দি ছিলেন দিল্লির তিহাড় জেলে। নিজে দু’বছর, মেয়ে একবছর। অবশেষে বীরভূমের বাড়িতে ফিরলেন অনুব্রত মণ্ডল এবং সুকন্যা মণ্ডল। মঙ্গলবার সকালে বীরভূমের নিচুপট্টি এলাকার বাড়িতে ফেরেন তাঁরা। সেখানে তাঁদের দেশে জয়ধ্বনি ওঠে, হয় পুষ্পবৃষ্টিও। কলকাতা বিমানবন্দর থেকে বোলপুর, গোটা রাস্তা অনুব্রতকে স্বাভাবিক থাকতে দেখা গেলেও, বাড়িতে ঢুকে চোখের জল ধরে রাখতে পারলেন না অনুব্রত […]