চাঁদের মাটিতে হিমশীতল সাগর ছুঁয়ে দেখার অপেক্ষা, নতুন বছরের শুরুতেই নয়া চন্দ্রাভিযান
নয়াদিল্লি: চাঁদের দক্ষিণ মেরু ছোঁয়ার দৌড়ে নেমে পড়েছে তাবড় দেশ। চাঁদের মাটিতে উপনিবেশ গোড়ার চাবি সেখানেই লুকিয়ে রয়েছে মত বিজ্ঞানীদের একাংশের। কিন্তু গোটা পৃথিবী যখন চাঁদের দক্ষিণ মেরুকে পাখির চোখ করে এগোচ্ছে, সেই সময় চাঁদের উত্তর মেরু জয় মনোনিবেশ করল জাপানের বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা। চাঁদের উত্তর মেরুতে অবস্থিত হিমশীতল সাগরের বুকে মহাকাশযান নামানোর পরিকল্পনা […]