সন্দীপ ঘোষের আরও সম্পত্তির হদিশ ! কারা করতেন আনাগোনা ?
সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : আরজি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আরও সম্পত্তির হদিশ মিলল। বেলেঘাটায় বাড়ি, ক্যানিংয়ে বাংলোর পর এবার খোঁজ মিলল সন্দীপের জোড়া ফ্ল্যাটের । বেলেঘাটায় রয়েছে দুর্নীতির অভিযোগে সিবিআই হেফাজতে থাকা সন্দীপের জোড়া ফ্ল্যাট । গ্যারাজে রয়েছে সরকারি বোর্ড লাগানো এসইউভি। আরজি কর মেডিক্যালে দুর্নীতির দায়ে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন সন্দীপ ঘোষ। […]