Saif Ali Khan stabbed: নিজের বাড়িতেই ছুরিকাহত সইফ আলি খান, লীলাবতী হাসপাতালে চলছে অস্ত্রোপচার
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিজের বাড়িতেই ছুরিকাহত বলিউড স্টার সইফ আলি খান। বুধবার রাতে বান্দ্রা ওয়েস্টে সইফের এগারতলার ফ্ল্যাটে ঢুকে পড়ে এক ব্যক্তি। তার সঙ্গে বাড়ির পরিচারিকার বাকবিতন্ডা বেধে যায়। আওয়াজ শুনেই ছুটে আসেন সইফ। তখনই ওই ব্যক্তি সইফ আলি খানকে ধারাল অস্ত্রের কোপ দেয়। তাতেই আহত হন সইফ। তাঁকে ভর্তি করা হয়েছে মুম্বইয়ের […]