সূর্য ডুবতেই শুনশান বেলপাহাড়ি, ঝাড়গ্রামে ফিরল রয়্যাল বেঙ্গল টাইগারের আতঙ্ক !
<p><strong>ঝাড়গ্রাম:</strong> বেলপাহাড়ির পর এবার কাঁকড়াঝোড়ে বাঘ। ৫ বছর পর ঝাড়গ্রামে ফের বাঘের আতঙ্ক ! ওড়িশার সিমলিপাল থেকে বেলপাহাড়ির কটাচুয়ার জঙ্গলে ঢোকে যমুুনা নামে ওই বাঘিনী। গলায় লাগানো রেডিও কলারের মাধ্যমে জানা যায়, গতকাল দিনভর বেলপাহাড়িতে কাটিয়ে সন্ধেয় এলাকা ছাড়ে বাঘিনী যমুনা।আজ সকালে কাঁকড়াঝোরের ময়ূরঝর্ণার জঙ্গলে তার সন্ধান মেলে।</p> <p>বন দফতর সূত্রে খবর, মহারাষ্ট্র থেকে বেশ […]