R G Kar Incident: আরজিকর-কাণ্ডে ভাঙল ঘুম, হাসপাতালগুলির নিরাপত্তা খতিয়ে দেখে রিপোর্ট দিতে নির্দেশ
সুতপা সেন: আরজিকর মেডিক্যাল কলেজে কাণ্ডে একেবারে চিকিত্সকদের নিজস্ব জায়গায় ঢুকে পড়ল এক বহিরাগত। সিভিক ভল্য়ান্টিয়ার থেকে সে এতটাই প্রভাবশালী হয়ে পড়ে যে মহিলা চিকিত্সকদের জায়গা পর্যন্ত সে পৌঁছে যায়। এর পরিণতিতেত আরজি করে ধর্ষণ ও নৃসংশ খুন এক চিকিত্সক। এরকম এক পরিস্থিতিতে রাজ্যের প্রতিটি হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থায় কী খামতি রয়েছে তা খতিয়ে দেখতে নির্দেশ […]