RG Kar News: ডা. আসফাকুল্লার বাড়িতে পুলিস! ‘কত দম পুলিসের আমাকে এসে ধরুক’, বিস্ফোরক নাইয়া
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৩০-৪০ জন পুলিস আচমকাই জুনিয়র ডাক্তার আসফাকুল্লা নাইয়ার কাকদ্বীপের রামতনুনগরের বাড়িতে হানা দেয়। আরজি কর আন্দোলনের অন্যতম ‘মুখ’ হয়ে উঠেছিলেন তিনি। সেই আসফাকুল্লা নাইয়ার বিরুদ্ধে ওঠে গুরুতর অভিযোগ। তারপরই তাঁরই বাড়িতে পুলিস পৌঁছে যায়। অভিযোগ, বৃহস্পতিবার সকালে আচমকাই তাঁর কাকদ্বীপের রামতনুনগরের বাড়িতে হানা দেয় পুলিস। তল্লাশির নামে বাড়ি তছনছ করা হয়েছে বলে দাবি করে। […]