ক্ষমতা জাহির,ইগো স্যাটিসফাই করতেই এতকিছু! অচলাবস্থা নিয়ে ফেডারেশনের প্রেসিডেন্টকে নিশানা দেবের?
অতসী মুখোপাধ্যায়, কলকাতা: ফের শ্যুটিংয়ে বাধার মুখে পড়লেন পরিচালক রাহুল মুখোপাধ্যায় (Rahool Mukherjee)। তাঁর ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে ফেডারেশন। প্রতিবাদে একযোগে সরব টলিপাড়ার (Tollywood) সিংহভাগ পরিচালক। ‘সবাইকে নিয়ে একসঙ্গে চলতে পারাটাই আসল ক্ষমতা, ফেডারেশন সভাপতির কাজ’, তোপ দাগলেন প্রযোজক-অভিনেতা দেব (Dev)। […]