R G Kar Case | Supreme Court: ময়নাতদন্তের সময়ে ছিল না অন্তর্বাস? ‘সিবিআই রিপোর্টে এমন তথ্য যা খুবই চিন্তার’, উদ্বেগ সুপ্রিম কোর্টের!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আরজি কর-কাণ্ডে সিবিআই রিপোর্টে উদ্বেগ প্রকাশ সুপ্রিম কোর্টের। এদিন শুনানিতে শীর্ষ আদালতের স্পষ্ট বক্তব্য, “সিবিআই যা যা রিপোর্টে লিখেছে, সেটা চিন্তার। সবকিছু বলতে পারছি না। কিন্তু তা চিন্তার। গোটা বিষয়ের তদন্ত দরকার। সিবিআই-এর হাতে অনেক লিডস এসেছে। মৃতার বাবা যে চিঠি দিয়েছেন তাতেও বেশকিছু ইনপুট দিয়েছেন। সেগুলোকেও গুরুত্ব দিয়ে দেখতে […]