স্টল বিলি নিয়ে বেনিয়মের অভিযোগ, বিতর্ক শান্তিনিকেতনের পৌষ মেলায়
ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: শান্তিনিকেতনে পৌষ মেলায় (Poush Mela 2024) স্টল বিলি নিয়ে বেনিয়মের অভিযোগ উঠল। ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, অনলাইনে স্টল বুক করা সত্ত্বেও সেই স্টল অন্য় কাউকে দিয়ে দেওয়া হয়েছে। দোকান তুলে দেওয়ার হুমকি দিচ্ছেন মকু বাগদী নামে এক ব্যক্তি। শুধু তাই নয়, স্টলের ভাড়াও বাড়ানো হয়েছে বলে অভিযোগ। অভিযুক্ত মকু বাগদী বিশ্বভারতীর অস্থায়ী কর্মী। […]