কাঁকসার এই মন্দিরে আসতেন বহু কাপালিক, হত নরবলি, কীভাবে শুরু দুর্গাপুজো ?
মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: ঝাঁ চকচকে আলো ও থিমকে এখনও টেক্কা দেয় কাঁকসার গড় জঙ্গলের শ্যাম রুপার ৪০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী দুর্গাপুজো। ঘন জঙ্গল, বাঘ ও সিংহের গর্জনের মাঝেই দাপটের সঙ্গে রাজত্ব স্থাপন করেছিলেন রাজা লক্ষণ সেন। স্বপ্নাদেশ পেয়ে কাঁকসার গড় জঙ্গলে গড়ে তোলেন শ্যামারূপা দেবীর মন্দির। শুরু হয় পুজো। এই মন্দিরে সিদ্ধিলাভের আশায় বহু […]