Lost Dog Returns Home: হারিয়ে গিয়েছেন মালিক! ভালোবাসার টানে ২০০ কিমি পথ পেরিয়ে ঘরে ফিরলেন ‘মহারাজ’…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মালা পরিয়ে সারমেয়কে সম্মান। কী এমন করল সে? জানা গিয়েছে, নিজের মালিকের সঙ্গে দক্ষিণ মহারাষ্ট্রের তীর্থস্থান শহর পান্ধরপুরে গিয়েছিল। সেখানে ভিড়ের মধ্যে হারিয়ে গিয়েছিল সে। মালিক তো প্রায়ই তাকে ফিরে পাওয়ার আশা ত্যাগই করেছিল। কিন্তু সে ভোলেনি বাড়ির রাস্তা আর মালিকের ভালোবাসা। ২০০ কিমি হেঁটে বাড়ি ফিরেছে সে। ওই সারমেয়র […]