Telegram CEO Arrest: প্যারিসে পা রাখতেই গ্রেফতার টেলিগ্রামের CEO, কী কারণে আটক হলেন ধনকুবের?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টেলিগ্রামের সিইও পাভেল দুরভকে গ্রেফতার করেছে ফরাসি পুলিশ। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় প্যারিসের উত্তরে একটি বিমানবন্দর থেকে ৩৯ বছর বয়সী রাশিয়ান বংশোদ্ভূত পাভেল দুরভকে গ্রেফতার করা হয়। শনিবার সন্ধ্যায় দুরভ নিজের প্রাইভেট জেট করে ফ্রান্সের লো বোর্গেট বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরেই তাঁকে গ্রেফতার করা হয়। আরও পড়ুন- Sunita Williams: ইলন মাস্কেই […]