মত্ত অবস্থায় প্রতিবেশী মহিলাকে ধরে মারধর, অপমানে মর্মান্তিক পদক্ষেপ গৃহবধূর
<p><strong>সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: </strong>মত্ত অবস্থায় সদলবলে ঘরে ঢুকে প্রতিবেশীর মারের জেরে অপমানে আত্মঘাতী গৃহবধূ। চাঞ্চল্যকর অভিযোগ উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুরে। স্থানীয় সূত্রে খবর, জমি নিয়ে বিবাদ চলছিল দুই পরিবারের মধ্যে। একজনের বিরুদ্ধে আরেকজনের ঘরে ঢুকে সেই পরিবারের গৃহবধূকে মারধরের করা হয় বলে অভিযোগ ওঠে। এরপর বাড়ি থেকে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। </p> […]