দোড়গড়ায় উপনির্বাচন, তালডাংরায় প্রচারে গিয়ে হুঁশিয়ারি BJP বিধায়ক নীলাদ্রিশেখরের
<p><strong>বাঁকুড়া:</strong> ১৩ নভেম্বর তালডাংরা বিধানসভায় উপনির্বাচন। ঠিক তার আগেই প্রচারে গিয়ে বিস্ফোরক বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। নাম না করে অস্ত্র তুলে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বলাইবাহুল্য তার মন্তব্যের পর তৈরি হয়েছে বিতর্ক। মূলত তিনি তালডাংরা বিধানসভায় উপনির্বাচনের প্রচারে গিয়ে বলেন,’একবেলা খাবারের টাকা জমিয়ে একটা একটা করে যন্ত্র কিনে রাখতে হবে। চোখের ওপর চোখ রাখলে তার […]