Vinesh Phogat: এবার কি ডোপ কেলেঙ্কারি! ভিনেশ কংগ্রেসে যোগ দিতেই দাঁত-নখ বেরিয়ে পড়ল বিজেপি-র?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হরিয়ানার বিধানসভা নির্বাচনকে (Haryana Assembly Elections) মাথায় রেখে মাস্টারস্ট্রোক দিয়েছে কংগ্রেস (Congress)। দেশের দুই তারকা কুস্তিগীর ভিনেশ ফোগাট ও বজরং পুনিয়াকে (Vinesh Phogat And Bajrang Punia Join Congress) দলে নিয়েছে তারা। আগেই জানা গিয়েছিল যে, মোদী সরকারের নির্মমতায় বীতশ্রদ্ধ দুই ক্রীড়াবিদ কংগ্রেসের হাত শক্ত করতে পারেন। এদিন ভিনেশ-বজরং কংগ্রেসে যোগ […]