মহিলাকে ভারতরত্ন পাইয়ে দেওয়ার নামে ‘প্রতারণা’, গ্রেফতার শিক্ষক !
মুর্শিদাবাদ: এক মহিলার অভিযোগে প্রাইমারি স্কুলের এক শিক্ষককে গ্রেফতার করল সুতি থানার পুলিশ। জানা গিয়েছে, সুতি থানার শেখপুরা প্রাইমারি স্কুলের শিক্ষক হাসানুজ্জামান ভারতরত্ন সহ একাধিক পুরস্কার পাইয়ে দেওয়ার নাম করে জাইরুল বিবির কাছ থেকে কয়েক লক্ষ টাকা নেয়। শুধু তাই নয় চাকরি পাইয়ে দাও নাম করেও টাকা আদায় করেন ঐ শিক্ষক, জাইরুল বিবির অভিযোগের ভিত্তিতে […]