বাংলা নববর্ষেই কি হাওড়া-সল্টলেকে ছুটবে মেট্রো? নিউ গড়িয়া-দক্ষিণেশ্বর রুটে বড় পরিবর্তন ঘোষণা
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: আর কোনও বিপর্যয়ের আশঙ্কা নেই, এবার ছুটবে মেট্রো। বউবাজারে মেট্রো সুড়ঙ্গের কাজ শেষ। সরকারিভাবে ঘোষণা করল, KMRCL. অন্যদিকে, সোমবার থেকে সব ট্রেনই নিউ গড়িয়া থেকে যাবে দক্ষিণেশ্বর। শনি-রবি বাদে সব দিনই মেট্রো চলবে ৭ মিনিট অন্তর। সিদ্ধান্ত মেট্রো কর্তৃপক্ষের। ৩১ অগাস্ট, ২০১৯ বউবাজারের দুর্গাপিতুরি লেন ও স্যাঁকরাপাড়া লেনে ধসে যায় বহু বাড়ি। […]