‘আজও পৃথিবীর কোনায় কোনায় মনোজ মিত্রের নাটকই প্রথম হাতে তুলে নিচ্ছেন বাঙালিরা’
<p><strong>কলকাতা :</strong> ‘নাট্যজগতে গভীর শূন্যতা।’ চলে গেলেন কিংবদন্তি নাট্য ব্যক্তিত্ব মনোজ মিত্র। ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ। বার্ধক্যজনক অসুস্থতায় ভুগছিলেন। এদিন সকাল ৮টা ৫০ মিনিটে সল্টলেকের ক্যালকাটা হার্ট ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান নাট্য ব্যক্তিত্ব। তাঁর প্রয়াণে গভীর শোকের ছায়া নাট্যজগতে। একের পর এক শিল্পী তুলে ধরলেন নাট্যজগতে মনোজ মিত্রের অসাধারণ অবদানের কথা।</p> […]