‘প্রধানমন্ত্রী একবারেও বলেননি আমার দলকে ভোট দিন..’ !
কলকাতা: ‘ভবানীপুর কি ভারতবর্ষের বাইরে নাকি পশ্চিমবঙ্গের বাইরে। বিদেশে থাকা ভারতীয়রা যদি মন কি বাত শোনে আমরাও শুনতে পারি। আমরা ভারতীয়, আমরা প্রধানমন্ত্রীর কথা শুনব। প্রধানমন্ত্রী একবারেও বলেননি আমার দলকে ভোট দিন। আমরাও কেউ ঝান্ডা কাঁধে এখানে আসিনি’, ভবানীপুরে মন কি বাতের অনুষ্ঠানে মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আরও পড়ুন, ভোগান্তির রেল অবরোধ, হাওড়া-খড়গপুর শাখায় […]