Manipur: ফের অশান্ত মণিপুর, ভাঙচুর স্কুল-বাড়ি! রাত থেকে যৌথ বাহিনীর টহলদারি…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অশান্তির ছায়া যেন পেছনই ছাড়ছে না মণিপুরের। নভেম্বর থেকে ফের হিংসার আগুনে জ্বলছে মণিপুর। এখনও পর্যন্ত জানা গিয়েছে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২০ জন, যাদের মধ্যে রয়েছে ১১ জন কুকি জঙ্গি বলে অভিযোগ। ৭ জেলায় বন্ধ ইন্টারনেট। দেড় বছর পরেও অশান্ত মণিপুর। শুক্র ও শনিবার মোট ৬ জন মেইতেই জনগোষ্ঠীর মানুষ […]