ফের বাঘের পায়ের ছাপ! ভয়ে কাঁটা মৈপীঠ, আতঙ্ক পুরুলিয়া ও ঝাড়গ্রামেও
<p><strong>সুকান্ত দাস, হংসরাজ সিংহ ও অমিতাভ রথ, কলকাতা: </strong>মৈপীঠে পাকড়াও বাঘ ফিরল ধূলিবাসানির জঙ্গলে। এক বাঘ জঙ্গলে ফিরতেই আরেক বাঘের পায়ের ছাপে আতঙ্ক। গ্রাম সংলগ্ন নদী বাঁধ এলাকার জঙ্গল জাল দিয়ে ঘিরে ফেলেছেন দফতরের কর্মীরা। বাঘের খোঁজে চলছে তল্লাশি। অন্যদিকে, পায়ের ছাপ ঘিকে বাঘের আতঙ্ক দেখা দিয়েছে পুরুলিয়া ও ঝাড়গ্রামে।</p> <p><strong>ফের বাঘের আতঙ্ক:</strong> দক্ষিণ ২৪ […]