মহাকুম্ভে বিপর্যয় নিয়ে বিস্ফোরক জয়া, ‘১০০০ জন মানুষ চলে গেছেন, মৃত্যুর সঠিক তথ্য দেওয়া হোক’ !
নয়াদিল্লি: মহাকুম্ভে বিপর্যয় নিয়ে বিস্ফোরক সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন। ‘১০০০ জন মানুষ চলে গেছেন, মৃত্য়ুর সঠিক তথ্য দেওয়া হোক। দেহ জলে ভাসিয়ে দেওয়া হয়েছে। মহাকুম্ভে কী হয়েছে সংসদে জানানো হোক, তদন্ত হওয়া উচিত। মহাকুম্ভে ভিভিআইপি-র প্রাধান্য, গরিব মানুষের কোনও গুরুত্ব নেই। মহাকুম্ভে এতজনের প্রাণ গেল, শুধু নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে, পুরোটাই আইওয়াশ। এত […]