‘যদি ব্রিজের তলায়ও…’, মহাকুম্ভে গিয়ে কী অভিজ্ঞতা তৃণমূল সাংসদ রচনার ?
<p><strong>কলকাতা :</strong> এক বছর ধরে প্রস্তুতি, তাও কীভাবে অমৃত-স্নানে অঘটন ঘটল ? কাদের গাফিলতিতে দুর্ঘটনা ? কুম্ভমেলার পাশে বিকল্প সেতু থাকলেও কেন বন্ধ ছিল ? মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিলের পর এমনই একের পর এক প্রশ্ন তুলে যোগী সরকারকে বিঁধেছিল রাজনৈতিক মহল। রাহুল গান্ধী থেকে শুরু করে অখিলেশ যাদব সকলেই নিশানা শানিয়েছিলেন উত্তরপ্রদেশের বিজেপি সরকারের দিকে। […]