কুম্ভে নিজের শ্রাদ্ধের দিনই ‘জীবিত’ হয়ে ফিরলেন ‘পদপিষ্ট’ হওয়া গুরুদেব! সাধুদের সঙ্গে ‘ছিলিম’ টে
প্রয়াগরাজ: কুম্ভের মেলায় গিয়েছিলেন। এরপর আর কোনও খবর নেই। কোটি কোটি পুণ্যার্থীদের মধ্যে খুঁজে পাওয়াও দুষ্কর ছিল। তবু যোগী রাজ্যের পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে শেষ চেষ্টা করেছিলেন ভক্তরা। কিন্তু গুরুকে আর তাঁরা খুঁজে পাননি। বরং কানে এসেছিল যে ওই সময়ে পদদলিত হয়ে মারা যান তাঁদের গুরুদেব। […]