ফের কলকাতার রাস্তায় ধস, গর্তে পড়ল চাতাল-দু’পাশে ব্যারিকেড ; বিপজ্জনক যাতায়াত
ঐশী মুখোপাধ্যায়, কলকাতা : ফের কলকাতার রাস্তায় ধস। রডন স্ট্রিট ও ময়রা স্ট্রিটের ক্রসিংয়ে নামল ধস। ধসের জেরে রাস্তার সেই অংশে গভীর গর্ত তৈরি হয়েছে। অভিযোগ উঠছে, দিন দশেক আগে ওই রাস্তায় ধস নামলেও, এখনও মেরামতির কাজ শুরু হয়নি। এদিকে গর্তের অংশে লোহার পাত চাপা দিয়ে রাখা হয় দিনের বেলায়। এই অবস্থাতেই ওই রাস্তায় যান […]