১২ ঘণ্টা ধরে মন্ত্রোচ্চারণ, দশ কেজি ঘি আর ৮০০ কেজি বেলকাঠে মঙ্গলযজ্ঞ কাঁকসায়
মনোজ বন্দ্যোপাধ্যায়, কাঁকসা: তারাপীঠের মহাশ্মশানে ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা (Kaushiki Amavasya) তিথিতে বামদেব সিদ্ধি লাভ করেছিলেন বলে ধর্মীয় বিশ্বাস। তারপর থেকে এই অমাবস্যার রাতে সিদ্ধি লাভের আশায় তারাপীঠ সহ বিভিন্ন শক্তি পীঠে তান্ত্রিক এবং জ্যোতিষীরা তন্ত্রসাধনা করেন। তারাপীঠের আনাচে-কানাচে উপচে পড়ে ভিড়। আরও পড়ুন: ‘পুরো সিস্টেমটা বাজে নয়, সব পুলিশ খারাপ নয়’ প্রতিবাদের আরও এক […]