ভাগীরথীতে জলস্তর বাড়তেই ফেরিঘাট বন্ধের নির্দেশ এই এলাকাগুলিতে, ফের কখন মিলবে পরিষেবা ?
রাণা দাস, পূর্ব বর্ধমান: ভাগীরথীর জলস্তর আরও বেড়ে যাওয়ায় আশঙ্কায় ফেরিঘাট বন্ধের সিদ্ধান্ত কাটোয়ায়। তাই যাত্রী নিরাপত্তায় বন্ধ কাটোয়ার সমস্ত ফেরিঘাট। গতকাল রাত ১১ টা থেকে বন্ধ রয়েছে ঘাটগুলি।যাত্রী নিরাপত্তার জন্য প্রশাসনের নির্দেশে কাটোয়া, দাইহাটের সমস্ত ফেরিঘাট বন্ধ রেখেছে ঘাট কর্তপক্ষ। প্রশাসনের তরফে নোটিশ দেওয়া হয়েছে।ফের প্রশাসনের নির্দেশ না আসা পর্যন্ত ফেরিঘাটগুলি চালু হবে না […]