পিয়ালি মিত্র ও বিক্রম দাস: কসবায় কাউন্সিলরকে গুলির করে খুনের চেষ্টার ঘটনার তদন্তে এবার কলকাতা পুলিসের গোয়েন্দা বিভাগ। রোমহর্ষক ও একই সঙ্গে আতঙ্কের এই ঘটনার তদন্তভার নিল গোয়েন্দা বিভাগ। এদিকে কসবার রাজডাঙার কাউন্সিলের খুনের চেষ্টায় গ্রেফতার ট্যাক্সিচালক। যাকে গ্রেফতার করা […]