মাত্র চারদিনে মহাকাশে শস্য ফলিয়ে নয়া মাইলফলক ছুঁল ISRO, আমেরিকা, চিনকে টেক্কা ভারতের
নয়াদিল্লি: মহাকাশ গবেষণায় একের পর এক মাইলফলক ছুঁয়ে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO. এবার তাদের মুকুটে সাফল্যের নয়া পালক যুক্ত হল। মাত্র চারদিনের মধ্যে মহাকাশে শস্য ফলিয়ে দেখাল তারা। মাধ্যাকর্ষণ শক্তির বাইরে, মহাকাশে বরবটি কলাইয়ের বীজ অঙ্কুরিত করে দেখাল ISRO. শীঘ্রই গাছে পাতা ধরবে বলেও জানানো হয়েছে। (ISRO Grows Crops in Space) PSLV -C60 […]