মাত্র ২০ কিমি দূরে সীমান্ত, গোয়ালপোখরকাণ্ডে পলাতক বন্দি কি পালানোর চেষ্টা করতে পারে বাংলাদেশে?
উত্তর দিনাজপুর: ৪৮ ঘণ্টা পার, পলাতক বন্দি কি পালানোর চেষ্টা করতে পারে বাংলাদেশে? গোয়ালপোখরকাণ্ডে এই আশঙ্কাতেই আরও জোরদার তদন্ত শুরু করেছে ইসলামপুর পুলিশ জেলার বিশেষ দল। দু’দিন কেটে গেলেও উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে পুলিশের ওপর গুলি চালিয়ে পালানোর ঘটনায় এখনও অধরা বিচারাধীন বন্দি। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, গুলি চালিয়ে দু’-দু’জন পুলিশ কর্মীকে কাবু করে পালাচ্ছে ওই […]