‘১১ কোটি টাকা দিয়েছেন…,’ আইপ্যাক নিয়ে মদনের সাক্ষাৎকারের পরই চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দুর !
কলকাতা : জলজীবন মিশনের এক ঠিকাদার আইপ্যাকের অ্যাকাউন্টে ১১ কোটি টাকা দিয়েছেন। তাঁর কাছে প্রমাণ আছে। আইপ্যাক নিয়ে মদন মিত্রর বিস্ফোরক সাক্ষাৎকারের পর অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা বলেন, “উনি (মদন মিত্র) আজ আইপ্যাকের কথা বলেছেন। আমি চেক নম্বর বলে দিতে পারি। জল জীবন মিশন, যে স্কিম মোদিজি এবারের বাজেটে ২০২৮ সাল অবধি […]