<p><strong>সুনীত হালদার, হাওড়া : </strong>ছাত্রীর অভাবে কার্যত খাঁ খাঁ করছে স্কুল। ক্লাসরুম আছে। শিক্ষিকারাও আছেন। কিন্তু পঠন-পাঠনের জন্য নেই পর্যাপ্ত ছাত্রী। এই পরিস্থিতিতে ছাত্রীর অভাবে ধুঁকছে মধ্য হাওড়ার শ্রীদুর্গা বালিকা বিদ্যালয়। কবে যে পরিস্থিতির উন্নতি হবে সে ব্যাপারে জানা নেই […]