কলকাতায় শিশুর শরীরে কীভাবে মিলেছিল HMP ভাইরাসের হদিশ? কোন চিকিৎসায় সুস্থ হল সে?
HMP Virus: ভারতে ইতিমধ্যেই চার শিশুর শরীরে পাওয়া গিয়েছে এইচএমপি ভাইরাসের হদিশ। তার মধ্যে একজন কলকাতার। মুম্বই থেকে বিমানে কলকাতা এসেছিল ওই শিশু। নভেম্বর মাসে অসুস্থ হয়ে পড়ে সে। তারপরই বাচ্চাটিকে নিয়ে ডাক্তারের কাছে যান তার মা-বাবা। প্রাথমিক উপসর্গ দেখা দেওয়ায় সাধারণ চিকিৎসাই শুরু করা হয়। তারপর অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় এই শিশু […]