‘বাজারের থেকে কম দামে সোনার পিন’ ! আকষর্ণীয় অফার পেয়ে যে অভিজ্ঞতা হল ক্রেতাদের..
গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: বাজারের থেকে কম দামে মিলবে সোনার পিন। এভাবে ক্রেতাদের প্রলোভন দেখিয়ে ডেকে আনা হত গোপন ডেরায়। তারপর আসল সোনার বদলে সোনালি রঙের পিন দিয়ে দেওয়া হত ক্রেতাদের। হাতিয়ে নেওয়া হত লক্ষ লক্ষ টাকা। এই নকল সোনার কারবার চক্র সক্রিয় গোটা সুন্দরবনজুড়ে। এরকম এক চক্রের তিন মাথাকে গ্রেফতার করল সুন্দরবন পুলিশ […]