Fossils: শো শুরুর আগেই আচমকা ফসিলসের প্রাক্তন চন্দ্রমৌলির আত্মহত্যার খবর! রূপম বললেন, ‘আমি কখনও বিশ্বাস করিনি…’
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলা ব্যান্ডের দুনিয়ায় বিরাট দুঃসংবাদ। প্রয়াত ফসিলস (Fossils) ব্যান্ডের প্রাক্তন সদস্য বেসিস্ট চন্দ্রমৌলি বিশ্বাস (Chandramouli Biswas)। মধ্য কলকাতার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে ঝুলন্ত দেহ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর। ফসিলস ছাড়াও ‘গোলক’, ‘জম্ব্ কেজ কন্ট্রোল’ নামের ব্যান্ডের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। তাঁর মৃত্যুর খবরে সঙ্গীত মহলে শোকের ছায়া। […]