ধান জমিতে হাতির দল, রাতভর তাণ্ডবে নষ্ট ধান; মাথায় হাত কৃষকদের
<p><strong>তুহিন অধিকারী, বাঁকুড়া: ধান তোলার আগে বড় বিপর্যয়। </strong>রাতভর ৬০ থেকে ৬২টি হাতির একটি তাণ্ডব চালাল পাত্রসায়ের রেঞ্জ এলাকায় কৃষি জমির উপর। যার জেরে সমস্যায় পড়েছেন কৃষকরা।</p> <p>রাতভর বাঁকুড়া জেলা পাত্রসায়ের রেঞ্জের কুশদ্বীপ বিটের ডিহিলাপুর মৌজা এলাকায় প্রায় ২৫০ থেকে ৩০০ […]