সাবওয়ে ও টিকিট কাউন্টারের দাবি, দমদম ক্যান্টনমেন্টে রেল অবরোধ
<p><strong>কলকাতা:</strong> দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে রেল অবরোধ করল দমদম ক্যান্টনমেন্ট নাগরিক মঞ্চ। অবরোধের জেরে বন্ধ রেল চলাচল। অফিস টাইমে চরম দুর্ভোগে যাত্রীরা। যাত্রী সুরক্ষা ও সাবওয়ে তৈরির দাবিতে অবরোধ করল। </p> <p>সাবওয়ে ও টিকিট কাউন্টারের দাবিতে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে রেল অবরোধ। সকাল ১১টা ১০ থেকে অবরোধ শুরু হয়। বারাসাতগামী লোকাল ও শিয়ালদাগামী লোকাল আটকে দেন বিক্ষোভকারীরা। দমদম […]