শীতের রাতে ডাস্টবিনে ধোঁয়া, স্থানীয়রা উঁকি দিতেই দেখলেন, ‘জ্বলছে ৫ সারমেয় শাবক..’ !
মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: শীতের রাতে পথ সারমেয় শাবকদের পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ! মৃত ১, আশঙ্কাজনক মা-সহ চার সারমেয় শাবক। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য দুর্গাপুর থানার তিলক রোড এলাকায়। ক্ষোভে ফুঁসছে এলাকাবাসীরা। উদ্ধারকারী পশুপ্রেমী সংগঠনের কাছে অভিযোগ পেয়ে তদন্তে দুর্গাপুর থানার পুলিশ। ‘ডাস্টবিনে জ্বলছে ৫ সারমেয় শাবক..’ ! শুক্রবার গভীর রাতে তিলকের ৩০ […]