চিকিৎসকদের উপর নজরদারি রাজ্যের? সব হাসপাতাল থেকে রস্টার চাইল স্বাস্থ্য দফতর
কলকাতা: রাজ্যের সব মেডিক্যাল কলেজের সিনিয়র শিক্ষক-টিকিৎসক থেকে জুনিয়র ডাক্তারদের ডিউটি রস্টার চেয়ে পাঠাল স্বাস্থ্য দফতর। আগামী এক মাসের ডিউটি রস্টার চেয়ে পাঠানো হয়েছে। সোমবারের মধ্যেই ডিউটি রস্টার জমা দিতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। চিকিৎসকদের উপস্থিতি যাচাই করতেই এমন নির্দেশ বলে জানা গিয়েছে। চিকিৎসকরা ডিউটি-তে উপস্থিত রয়েছে কি না দেখতে, আচমকা পরিদর্শনেও যেতে পারেন আধিকারিকরা। […]