কবে বন্ধ হবে রেষারেষি? বাসের কমিশন প্রথা নিয়ে বৈঠকে কী বার্তা পরিবহণমন্ত্রীর ?
অরিত্রিক ভট্টাচার্য অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: রাজ্য সরকারের বাসেই তো কমিশন প্রথায় মাইনে হয়। আগে সেটা বন্ধ করা দরকার। দাবি, বাস মালিকদের একাধিক সংগঠনের। বাস মালিকদের সাফ কথা, বিকল্প পথের সন্ধান না করে কমিশন প্রথা বন্ধ করা সম্ভব নয়। সল্টলেক,ধাপা,পঞ্চসায়র। বেপরোয়া গতিতে লাগাম পরাবে কে? কবে বন্ধ হবে এই রেষারেষি? কবে বন্ধ হবে এই মৃত্যুর মিছিল? […]